রক্ত দিয়ে কেনা মোদের প্রিয় বর্ণমালা,
মায়ের ভাষা বাংলাকে কেমনে করি হেলা।
বৃষ্টি নামে বৃষ্টি নামে বৃষ্টিতে গড়ায় রক্ত,
বীর শহীদরা রক্ত দিয়ে করলো ভাষা মুক্ত।
ভাষার জন্য মিছিলে গিয়ে ঝাঝড়া করলো বুক,
বীর শহীদের শ্রদ্ধা ভরে আজও মাতি শোক।
স্বাধীন ভাষা বাংলা ভাষা পেলাম যাদের জন্য,
তাদের স্মৃতি শ্রদ্ধাভরে আজও করি মান্য।
বাংলাকে নিয়ে গর্ব করি বাংলা মোদের ভাষা,
বাংলা ভাষায় কথা বলে পুরাই মনের আশা।
প্রাণের ভাষা বাংলা ভাষা সকল ভাষার সেরা,
অমর একুশে শ্রদ্ধা জানাই প্রাণ দিয়েছে যারা।


অভিযাত্রিক-২০২৪