দরজার পাশে উঁকি দিয়ে চায়,
পাঁচ লোকে যেন কই আমার কিছু নায়।
সমাজে নিম্ন আয়ের মানুষ আমি যে ভাই,
তাদের কথায় জবাব দিবো কেমনে বলি যে হায়।


অল্প কথায় ভেসে ওঠে অহংকারের জ্বালা,
প্রতিটি কথা বীজ বুনেছি কষ্টের দানা।
অল্প কথায় তারা দিয়েছে মানুষের মনে ভয়,
অবহেলা মানুষেরা চুপ করে সবই যে স্বয়।


মুখ লুকিয়ে কেন আছো যে ভাই,
আরে ভাই আমার পাশে সমাজের কেউ নেই।
সমাজে উঠিতে চায় সম্মানের মই,
তা যে হতে দেয় না হিংসার সই।