প্রভাতে উঠিলো সূর্যের আলো,
কুলিদের কপালে নায় যে ভালো,
সূর্যের কিরণে অবহেলিত রুপের কালো।
যাদের হাতে গড়ে উঠা সব রাজপথ,
তাদের কথায় নায় কোনো মতামত।


বিশাল অট্টালিকা তৈরিতে কুলিদের গল্প,
আজ সবারই কাছে তাদের জীবন অল্প।
কাজের পর কাজে যদি তাদের বলে মন্দ,
যারা বলিয়াছ তাদের জীবনে বিবেক অন্ধ।


মানবেরে চিন্তায় যা সব লাগে পড়ে যাওয়া কল্পনা,
কুলিরায় শ্রম দিয়ে করে দেয় হক যত যন্ত্রণা।
তাও মানব তাদের দেখে বলে কুমন্ত্রণা,
তাদের হাতে করিয়ে নাও কাজ,
অমানুষে দেখায় টাকার স্বল্পতা।


কুলিরাযে করে না কোন কাজে অলসতা,
বিবেকহীন মানুষ তাদের দিয়ে যায় গাল মন্দ ঝাটা।
একি সত্য মানুষের সঠিক বিচারের সীমানা,
জাগ্রত বিবেকের মানব কুলিদের দিলাম মর্ম,
কুলিরা দিয়ে যাবে আমাদের জন্য কর্ম।