নিষ্প্রাণ দেহে পথ ছুটে চলেছি
সৃষ্টির আদি থেকে একলা একাকী ।


পার্বতীর অভিমান, বেহুলার বাঁশী
মজনুর হাসিতেও আমি মিশে আছি ।


আমাকে পাবে তুমি উষার কিরণে
প্রেয়সীর উন্মাতাল বাহু বন্ধনে ।


হাত ধরে পথ-চলা পরম বিশ্বাসে
প্রিয়তমার ঘাড়ে ফেলা তপ্ত নিঃশ্বাসে ।


মায়ের পানের কৌটা আর বাবার চশমায়
আমি আছি বন্ধুর কফি-পেয়ালায় ।


বোনের খুনশুঁটি আর ভাইয়ের পাগলামি
আমি সেই ভালবাসা, ভালবাসাই আমি ।