জ্যোৎস্না ডুব দেয় নদীর জলে
আক্ষেপ কিছু নেই
চোখ খুলে দেখি
অন্য বসন্ত এসেছিল সকালে, সেই...৷


দেখা হবে অন্য বসন্তে
রোদ রেখে যায় পাশের বারান্দায়
একমুঠো কিছু শব্দ
সময় যে হারিয়ে যায়
চিঠি আসেনি মনের দরজায়৷


ওই দেখো ফোঁটে চাঁপা
পাঁপড়িরা জানে শুধু
সূর্য ডোবার সময়
খেয়ে যায় মৌমাছিরা মধু৷


জ্যোৎস্না ডুবে যায় জলে
নীরবতা ছোটে অন্ধকারে৷৷