মাধবীলতার গন্ধে ভরে থাকে
প্রাচীন পুকুর ঘাট
শান্ত জলের ভেতর
সাঁঝবেলার পর তারাদের ভীড়,
অন্ধকার নেমে আসে সময়ের ধাপে
কেন নিরন্তর বসে থাকি
সময় আর আশা যে ফুরিয়ে যায়৷


আমার সদর দরজার পাশে
আর একটি খিড়কীর দরজা
সেখানে মেঘ জমে থাকে৷


ওপারে একটি বাড়ি রাখা আছে
সেখানে আমার পুর্বপুরুষেরা থাকেন৷


মাঝপথে থেমে গেছে সবকিছু
কেন এমন হয়৷