বর্ষাকালে ঐ দূরের পাহাড়ে মেঘ আসে
বাতাসের পিঠে চড়ে উপরের দিকে উঠে যায়
অনেক উঁচুতে থাকা চূড়াগুলিতে
মেঘ এসে ঘিরে ধরে তাদের
তারপর আস্তে আস্তে ঢেকে যায়
মেঘে ঢাকা চূড়াগুলো আর দেখা যায় না
মেঘ তখন থেমে থাকে
রোদের আলো কমে আসে
রহস্যময়তা আরো গভীর হয়।


সুন্দরীরা অনেক বেশি ভালবাসা পায়
তাদের রহস্যের কাছে  ঘিরে থাকে পুরুষেরা।


দুঃখে ভেজা পাহাড়
তাকে দেখা যায় না
বোঝা যায় না।


জন্মান্ধ পাহাড়ের মুখ
সজীবতা হারিয়ে ফেলে।