সংকীর্ণ খাঁচার ভেতর
একটি পাখির
ডানা ছাঁটা হয়।


তার নীরব ভাষা
ভীতিজনক গলার কম্পন,


কখনো গান গেয়ে ওঠে।


একটি মক্তো পাখি
বাতাসের পিঠে চড়ে
নীলাভ আকাশে
কমলা রঙের সূর্যে
হৃদয় রাঙিয়ে তোলে।


দূরবর্তী পাহাড়ে ভেসে বেড়ায়
মুক্তো পাখির সুর।


ভয় আর নীরবতায়
প্রতিটি দিন
আমাদের স্বাধীনতার সমাধি হয়।