এইমাত্র যে লোকটি মর্ত্যলোক ত্যাগ করলো
তিনি জীবনে কখনও মিথ্যা কথা বলেননি


আগুন জ্বলছিল মাঝরাতের শীতে


উবু হয়ে শুয়ে,তার চামড়া মাংস
শুষে নিচ্ছিল আগুন আর তাপ
কুয়াশার গভীরতার জন্য
অনেক উঁচুতে থাকা পূর্ণিমার চাঁদ
মনে হচ্ছিল নিবু আলো
কারা যেন আকাশে মোমবাতি জ্বালিয়ে রেখেছে


তিনি জীবনে সৎ থেকেছেন
শুধু একটি সুন্দর স্বপ্ন দেখেছিলেন


স্বর্গ সুখের ঠিকানা জানা ছিল তার


আগুন নিভে গেছে
গরম ছাই আর তার ওপর
ফোটা ফোটা শিশির পড়া


তখনও ছাইয়ের স্তূপে পুলিশের চোখ।