সম্পৃতীর ফুল ফুটুক দেশের মাটিতে
ঝরে পড়বার আগে
তাঁকে যত্ন করে রেখে দিও


দুঃসময়ে কবিতা লিখি
অন্তত আমার দেশ সুন্দর হোক
কবিতার মতো ছন্দময়
বাংলা ভাষার মধুর শব্দ
সৃজনে সৃজনে ভরে থাক
সন্ত্রাসের বিরুদ্ধে.... ।


যদি সন্ত্রাস আসে
মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে
তাঁকে বলো....
ঊজাড় করে তোলো
নিজের জীবন ছন্দময়ে


কবিতার সৃজনে....
সন্ত্রাসের বশ্যতা চাই না।।