মনদরজায় তুমি আসো না
পড়ে না তোমার ছায়া
হারিয়ে যায় মেঘের ভেতর দুই চোখ
চাঁদ হেঁঁটে চলে না
আমার প্রতিবিম্বে
কতবার ভেবেছি দুহাত দিয়ে মেঘ সরিয়ে
খুশির রোদ্দুরে, আলোয় তোমার মুখ দেখবো
চালের কাঁকড় খুঁটে খুঁটে খোঁজার মতো খুঁজি


তখন একাকিত্বের দরজায়
বিলি কাটে সুখী বাতাস৷