এই সময়ের অসুখগুলো আছড়ে পরে
ধোঁয়া ওঠা ভোরে কুয়াশার ভেতর,
উন্মত্ত ঘোড়ার খুরের শব্দে
জেগে ওঠে পৌরুষের শিকড়
যেন আকাশ ছুঁতে চায়,


তখন পশ্চিমের মেঘছেঁড়া কামরাঙা আকাশ৷


বিশ্বাস-সেটাই ধর্ম,সেটাই তীর্থ,আঘাতে নয়
পূর্ণ কি ক্ষেত্রে ফলে?


তুলসীতলায় নামাবলি রঙের সন্ধে নামে
মসজিদের মাথায় পূর্ণিমার চাঁদ
যেন আকাশ মায়াবী দুপুর৷


মিলনের মহাতীর্থ এই জন্মভূমি৷৷