ঘুঁটে পোড়ার ধুঁয়া
শীতের মেঘ ভেবেছিলাম,
একটি তারার খোঁজে
আজ সব ভুল৷


যে কল্পনার কোনো আনন্দ নেই
শুধু বিষাদ আর দুঃখ
কি হবে সারাজীবন বহন করে৷


শূন্যতার ভেতর শুধু শূন্যতা
শূন্যের ভেতর হেঁটে যেতে যেতে
যে সাগরের কথা বলেছিলে
সেই নির্জনে দাঁড়িয়ে আছি
কবে সুসময় হবে, জানি না
আমি জানি একরাশ বুক ভর্তি শূন্যতা
আর ঘণ অবসাদ৷