আমার প্রাণের ভিতর দিয়ে
কে যায় যেন চলে
তাকে দেখি না ক্ষণে ক্ষণে
মেঘের আড়ালে সূর্য মুখ লুকায়
তাকে ছুঁতে গেলে দেয় না ধরা।


আকাশের তারা চায় যে মিটি মিটি
আলোর পোশাক পড়ে
নানা রংয়ের প্রজাপতি ওড়ে,
অবেলার গান ধরে
পারাপার ঘাটের তীরে
সে আসে না এইবেলা।


কখন যেন চলে আসে
নিঝুম বেলার দিনের শেষে
রোঁয়া ওঠা চাঁদ
ঝরা পাতার গান,
দিন চলে যায়
সময় যে হয় না।