হলুদ ফেনা একটি ফুলিঙ্গ
আমার উরুর উপর নেমে বসেছে
শীর্ণ থেকে শীর্ণতর হতে থাকা সায়াহ্নে
আমি বসে আছি দীর্ঘতর অপেক্ষায়
এবার বুঝি হবে তার অবসান।


শুকনো পাতা কুড়োই
এখন অখন্ড সময়
এই অবেলায় গঙ্গার উপর কোন্নগরী মেঘ,
আমি কি শাপলা ফুল?
ভেসে ভেসে কেটে যাবে সময়
একটা ছোট্টো টানেই উঠে আসবে
ফুল- পাতা- শেকড়।


সব গল্প শেষ হয়ে গেছে
মন মিশেছে মনে
যারা ঝরে যাবে বলে
এসেছে আমার কাছে
দিগন্ত বিস্তৃত মনের মাঠে
এখন আর এসো না
মাঠ ভিজে আছে অচেনা শিশিরে।