তিতাস নদী পায়ে পায়ে হেঁটে আসে
পা দুটো ভিজিয়ে দিয়ে যায়
রোঁয়া ওঠা সূর্যের আলোতে
গজাতে থাকে অন্ধকার
দূরে হাতছানি দিয়ে
উড়ে যায় তিতির পাখিরা
অন্ধকার হয়ে ওঠে আরো নির্জন
সেই সব ছবি ধরে রাখি
আমার বন্ধ দরজার ভাঙ্গা ঘরে।


আমার চোখ অবিশ্বাসীদের মতো ঠান্ডা
আর মহাশূন্যতায় ঘেরা
আমার ভিতরে যা আছে
তাকে আমি জানি না।


এই জীবনে কোনো কিছুর জন্য
আর অপেক্ষা নেই।