কেনই বা চলে যায়
হৃদয় অকারণে হাওয়ায় বাজে
উদাস বুকে গৃহহারা বসন্ত।


বসন্ত যে যায়
হেসে হেসে চলে যায়
বিদায় বেলার করুণ রাগে।


আশক্ত মাটির উপর
ঝরে পড়ে পাতা।


বুকের ভেতর জেগে ওঠে
ব্যথা.....
ব্যথার আড়ালে দাঁড়িয়ে আছো
তুমি...... ।


কেনই বা চলে যাও।