আঁধার নেমেছে এই মরূদ্যানে
নৈরাজ্যের নদীকূল ভাঙে মহাপ্রলয়ে
শব্দভেদী বাণ হৃদয়ে করে আঘাত
আবেশের বন্ধুদের মোমবাতি মিছিল
কড়া নাড়ে দরজায় বিরামবিহীন
ধেয়ে আসে শ্রাবণের ধারা
ভাসমান হাত খোঁজে আশ্রয়
আধার নেমেছে এই মরূদ্যাণে যে।


মুখখানি তুলে ধরেছিল - মা
শ্রাবণের বৃষ্টির- ধোয়া মুখ
করুণ ঠোঁটের ভাঁজে
যন্ত্রনার সুস্পষ্ট হাসি
প্রতিশোধ,বিদ্বেষের আঘাতে
নীল তোমার শরীর।


তোমার নিহত মুখ
কোলে নিয়ে বসে আছে- মা
এই অসুখ,আমাদের সকলের।।