কে ডাক দিয়ে যায়
বৈশাখের বাউল ভোরে
পুরনো লোকেরা কোথায়
কোথায় গেল তারা
আর আসে না দুয়ারে।


কে যেন কথা বলে
আরক্তিম পাঁজরে পাঁজরে
তার শব্দ শুনতে পাই
কিশোরবেলার ধূলো
শৈশবের বাতাস
পুরনো লোকেরা আসে না দুয়ারে।


খুব যত্ন করে
সাজিয়ে রেখেছি যে
হৃদয় ভাঙার খেলা
সেই মেয়েটির আঁচলে
বর্ষা নামে চোখে
এই অবেলা।