মাতৃদিবস
      শে খ র  ঘো ষ


গরম বোশেখের দিনে
পাখায় হাওয়া দিত যত্ন করে
পলাশ ফুল,তুলসীমঞ্চ সব আছে
আগের মতন
মাকে ভীষন মনে পড়ে।


সন্ধ্যাবেলা শঙ্খ বাজে
পড়তে বসি মায়ের কাছে
জ্যোৎস্না ভরা খামার বাড়ি
দুষ্টুমি আর বকুনি
আলতো ছোঁয়ার অভিমান
মাকে করি আড়ি।


বোষ্টমী ভোরে একলা মনে
মা গাইত রাধামাধবের গান
এখনো পায়ে পায়ে শব্দ শুনি
ভেসে ভেসে বেড়ায় গীতবিতান
মনের ভেতর দুঃখ বুনি।


মা যে অনেক দূরে
মায়ের ভালবাসা
রেখেছি আঁচলে তুলে
বেদনা জাগাতে চাই না
হৃদয় খুঁড়ে।


তবুও পারি কই
মাকে ভুলতে।