অন্ধকার ঘর
ঘরে অন্ধকার আলো,
জানালার রং অন্ধকার।
একটা অন্ধকার বিছানা,
অন্ধকার ডয়েরি।
বিছানার পাশে অন্ধকার টেবিল, ঘড়ি, কলম।
অন্ধকার সিগারেট,
শেওলা রঙ্গের এসট্রেতে
ছোপ ছোপ নীল।
নীলের ভেতর অন্ধকার,
অন্ধকারে রক্তিম আলো
আলোর ভেতর সাদা একটা অন্ধকার।
কিছু অন্ধকার মদ
আলোকিত গ্লাসের ভেতর,
টলটল করছে একজোড়া অন্ধকার চোখ।
অনেক ঘুমের ঔষধ,
ঔষধের শরীরে অন্ধকার ।
চোখ ভর্তি ঘুম,
ঘুমের গর্ভে অন্ধকার,
অন্ধকারে আলো নেই।
আলোতে অন্ধকার আছে,
আলোকিত অন্ধকার।
হঠাৎ ঘুমের আর্তনাদ,
মৃত্যুর মতো ঘুম,
গভির আরো গভির অন্ধকার।
চারিপাশে নিশ্চুপ নিরবতা,
আর অন্ধকার।।