তোমার কথা     ভাবলে মাগো,
          চক্ষে আসে জল ৷
আজকে আমি   বলব যে তাই,
          তোমার কর্মফল ৷৷


গর্ভে যখন        ছিলাম আমি,
         ক্ষুধা মেটাও তুমি ৷
রাতের পর        রাত জেগে মা,
         স্তন দিয়েছো তুমি ৷৷


করলে অসুখ     সারাটাদিন,
        আমার কাছেই থাকো ৷
আমার সুখের    জন্যে মাগো,
        জীবন দিতেই পারো ৷৷


আমার খুশি     দেখে মাগো,
        হাসি তোমার মুখে ৷
আমার দুঃখে     কাতর তুমি ,
        জল মোছো যে চোখে ৷৷


বিয়ের সময়      আকাশ কাঁদে,
         বিদায় বাঁশী শুনে ৷
বিদায় যে দাও    আমায় তুমি,
         চোখটি মোছো সুখে ৷৷


এমনি করে       তুমি আমায়,
          জড়াও মাতৃঋণে ৷
দুটি বছর         এমনি করে,
          যায় যে  হেসে খেলে ৷৷


তারপরেতে      আমি ব্যস্ত,
          নিজের সংসারে ৷
একলা তুমি      আঁধার রাত,
          জেগেই কাটাও নীড়ে ৷৷


মনে পড়ে        তখন তোমার,
         নিজের অতীতকথা ৷
সংসারটা         গড়ে তোলার
         চরম বাস্তবতা ৷৷


আজকে মাগো    ভাঙা ঘরে,
         তুমিই করো বাস ৷
দুখের তরী        এমনি ভাবে,
         দেবেই করে পার ৷৷


তারপরেতে      সাদা কাপড়ে,
         ঢাকা তোমার মুখ ৷
হসপিটালের     বেডে মাগো,
         তোমার সৌম্যরূপ ৷৷


নিশুত রাতে     ঘুম আসে না,
          চোখ ভোরে যায় জলে ৷
আঁধার রাতে    মাগো আমার,
          তোমায় মনে পড়ে ৷৷