রাত বাড়লেই দুঃখগুলো জ্যান্ত হয়ে ওঠে,
নিঃস্ব বুকের আঙিনাতে জবা হয়ে ফোঁটে।
একলা চাঁদের একলা আলোয়
অতীতপুরের ছায়া,
বসতবাড়ির চৌকাঠে তার
লেগে আছে মায়া।
যেদিন সে চাঁদ ডুবলো নদে
বুজলো যে তার আঁখি,
রাতের শেষে ভোর হলেও
গাইলো না তো পাখি।


পৃথ্বা তুমি ভালো থেকো নীল আকাশের বুকে,
শেষ বিকেলে কবিতা ভেবে হৃদয়ে নেবো টুকে।