আমি তোমার নাম দিয়েছি অভিমান।
অবেলার দমকা হাওয়া যখন
শুন্য করে বুকের ভেতর,
গোপনে তুমি ব্যথা হয়ে থাকো আমার হৃদয় জুড়ে।
লাল মলাটের ডায়েরিটাতে
শুকনো ফুলের পাপড়ি হয়ে,
জানালার কপাট দুটোয়
শ্রাবণের বৃষ্টি হয়ে,
তুমি থাকো....
আমি জানি তুমি বেহুলা নও,
তবুও তোমার হৃদয় স্রোতে
ভেলা ভাসে প্রতিদিন।
আর সেই ভেলায় ভেসে ভেসে
কোন এক জোছনায় আমি প্রাণ ফিরে পাই।