বিকেলের অবসন্ন আলোয় যখন
শহর ডুবে যায়,
মিথ্যে মনে হয়
সবকিছু বড় মিথ্যে মনে হয়।
মিথ্যে মনে হয় এই কোলাহল
গন্তব্যহীন এই পথচলা।
কিছু পিছু ডাক অশ্রুতই রয়ে যাক
অবহেলায় পড়ে থাক
গোলাপের কিছু গন্ধ।
আঁধার নামুক, দুচোখ জুড়ে শুধু আঁধার নামুক।
আঁধার নামুক পরাবাস্তব এই শহরে।।