জানিনা কোন সাধকের প্রেয়সী হয়ে
কাটবে তোমার জীবন,
আকাশের বুকে আঁধার কেন? বিষাদ চন্দ্রগ্রহণ?
সাঁঝের মায়া আজও আছে, ভ্রান্ত সুখের অনুরাগে
হৃদয় মাঝে আলোর ছোঁয়া, কৃষ্ণচূড়ার পরাগে...
নর্তকীর ঘুঙুরও যদি মোহের শরাব হয়
মহাকাল তবে নিক কেড়ে এই ক্ষণিকের পরিচয়।
দুঃখ সুখের বিভেদ কুরুক্ষেত্রে থমকে যাওয়া হাওয়াও যদি পাখা মেলে নেয়, তবে জেনে রেখ....
বড় ভালোবাসা শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়।