অপলক তাকিয়ে থাকা দৃষ্টির আলোয়
ভাঙ্গুক তোমার ঘুম।
জোড়া শালিকের পাখায় চড়ে ভালোবাসা
ছুঁয়ে আসুক আকাশ, রঙধনু কিংবা
তোমার চোখের ওই নীল সাগর।
তোমার অমন পরশ পেয়ে
হিম হয়ে যাক শিশির কণা,
সবুজ ঘাসের বুকে নেমে আসুক
বৃষ্টি, অঝোর বৃষ্টি।
ভীরু পায়ে হৃদয়ের গহীনে
কে আসে বলো অবেলায়,
কে ডাকে অমন নামটি ধরে
জীবন জোড়া প্রতীক্ষায়?
চিনতে কি পারো সেই সুর?
আঁধার মুছে যাকে আলোকিত করেছে
তোমার হাসির রোদ্দুর?