আজ এক কোটি বছর পরও
তোমার হাসিতে মুগ্ধ হই বারবার।
সেই প্রথম দিনের মত আজো তোমায় ভালোবাসি,
প্রথম দিনের চেয়ে এক কোটি গুন বেশি।
তোমার চোখ দুটো কি আজো আমায় খুঁজে ফেরে?
আজো কি আমায় ভালোবাসো সেই প্রথম দিনের মতো?
তোমায় দেখলে আমার বুকের ভেতরে যেই কাঁপন ওঠে
সেই কাঁপনে এভারেস্ট পর্বতও নড়ে যাবে।
তুমি এক মহাসমুদ্র মায়াতে আমার পৃথিবী ভরিয়ে রেখেছো।
আমি যদি ফুল হই, তুমি আমার সৌরভ।
আমি যদি যোদ্ধা হই, তুমি আমার গৌরব।
তুমি ছাড়া আমি যেন এক ধূসর মরুভূমি,
তৃষ্ণায় এক ফোঁটা পানির জন্য হাহাকার।
তোমায় ছোঁয়ায় আমার তৃষ্ণা মেটে,
জীবনে আসে সুখের ঝর্ণাধারা।
আরো যদি এক কোটি বছর পার হয়,
সেদিনও আমি এই কবিতাটাই আবার লিখবো।
যতদিন এ মহাবিশ্ব থাকবে,
ততদিন আমি তোমায় ভালোবাসবো।
এবং তারপর আরো এক কোটি বছর, আরো এক কোটি বছর....