এইতো সেদিন তুমি চাঁদটা দেখে কেঁদে ফেলেছিলে,
বলেছিলে, এই জোছনায় মরেও সুখ।
তোমার আবেগের স্নিগ্ধতা সত্যিই মুগ্ধ করে।
গ্রীষ্মের কোন এক বিকেলের দমকা হাওয়ায় ছুটে গিয়ে বলেছিলে,
আয়রে মেঘ, ধুয়ে নিয়ে যা আমার সব দুঃখ গুলো।
কিসের এত দুঃখ তোমার? বল নি তো কখনো।
রবীন্দ্র সংগীতের দুটো কলি খুব ভালো গাইতে পারি,
শুনেই তোমার চোখ ছলছলিয়ে ওঠে, অমনি বল,
থামো তো, আর গাইতে হবেনা।
কখনো বলিনি ভালোবাসি,
কারণ আমি ছাড়াও তোমার অন্য কেউ আছে,
যে ভালোবাসি বলে আর ভালোবাসেনি,
কথা দিয়ে আর কথা রাখেনি।
তার হাতটি ধরে ভিজেছিলে শ্রাবণের অঝোর বৃষ্টিতে, কদমের সাথে হয়েছিল প্রেমের মিতালি।
আবেগি তুমি সে কিশোরী, হৃদয়ের কাছে একটু আশ্রয় খুঁজে বলেছিলে,
ছেড়ে যাবে না তো আমায়?
মিথ্যে আজ সব প্রতিশ্রুতি, খুব পরিচিত সব প্রণয়ের ফাঁদ,
তাইতো আমি আজ দ্বিতীয় পুরুষ
তোমার অক্ষয় পবিত্রতার কাছে পরাজিত।