খোলা জানালায় যখন এসে
আকাশ বসে ভীরুপায়ে,
কিছু কথা প্রাণ ফিরে পায়,
কাজল চোখের অভিনয়ে।
লাজুক আড়াল খোলেনা ভাঁজ,
গুনগুনায় চুপিসারে
মেঘে মেঘে বেলা হয়ে এলে
সময় থামে শেষ প্রহরে।
তৃষ্ণার জল গড়ালো কখন
শূন্য সেই হৃদয় জুড়ে,
ব্যথার নদী বয়ে গেলেই
সাগর তাকে আঁকড়ে ধরে।
নীলচে খামের চিঠির ভাঁজে
লুকিয়ে কেন থাকবে বল?
কৃষ্ণচূড়ার রঙ হয়ে আজ
দিগন্তটা সাজাবে চল।