তুমি সত্য আমার ভীড়ের মাঝের নিঃসঙ্গতায়,
ডায়েরির মলিন পাতায় পাতায়
সত্য তুমি বৃষ্টিদিনের একলা ক্ষণে, মন খারাপে।


তন্দ্রাচ্ছন্ন বিকেলে গোধূলির ম্লান আলোয় তুমি
শূন্যতা হয়ে হঠাৎ আনমনে,
চেনা গানের সুরে আমার কানে কানে,
আর ভরে যায় হিয়া অমর অভিমানে।


তুমি সত্য আমার এই অভিমানে,
তুমি সত্য, আমার আপন ব্যথায়, চিরগোপনে।