জাহান্নামের ইতিহাস
মেহবুব মল্লিক।


বিপাশার ওপাড়ে আলেকজান্ডার না গেলেও
জয়ের জন্য আমাকেই যেতে হয়েছিলো গঙ্গারিডই
গোর্কির মত হাঁটতে হয়েছে পথের পর পথ,
আমি দারাউস থেকে রাজা পুরু কাউকে ছাড়িনি
আগ্রাম্মেসের মত আমিও গড়েছি হস্তি বাহিনী ।
দাহির ভুল করলেও কাসিমের মত বুঝেছি সিন্ধুর কি তৃষ্ণা,
লেলিনের মত, রুটির দোয়াত আর দুধের কালিতে লিখে দেবো কাগজে মুক্তির কবিতা,
গজনীর মাহমুদরা জানে আমিতো দুর্বল সোমনাথ নই
যে বার বার খাইবার পথ ধরে আমাকে ধ্বংস করে দেবে,
বাংলার বিজয় থেকে তিব্বতে পরাজয়
বখতিয়ারের সে ঘোড়ায় আমি চড়ি না
পৃথিবীর সব পথের আমিই হবো কলোম্বাস,
মোহবনীর পাখিরাও জানে কে ছিলো যুগান্তরের বিপ্লবী খুদিরাম
সিয়েরা মস্ত্রার চে’গুয়েভারার যে বিপ্লব এখনো থামেনি
রেনকোজি মন্দিরের নেতাজীর ছাই হাতে রাজ পথে
কোটি কোটি ফরওয়ার্ড ব্লক গর্জে উঠবেই,
লোহার টুকরা বুকে নিয়ে প্রতিদিন জেগে ওঠে সূর্য সেন
সাগরে তার সাম্য আশ্রম।
আমরা বারাসাতের শত্রু আতঙ্ক বাশেঁর কেল্লার বীর তিতুমীর,
পলাশীর বাগান,কাবেরী নদীর পথ বেয়ে হাত ধরেছি ফকীর মজনু শাহর
আর এই দার-উল-হারবে ইবনে বতুতার মত লিখে যাবো
প্রাণপ্রাচুর্য্যে ভরা জাহান্নামের ইতিহাস।