নদী শুকালে তলদেশে মাটিই থাকে
পৃথিবীর তিন ভাগ জল সেতো মাটির উপর ভাসে
টাপুর টুপুর, থই থই, ঘূর্ণি ঝড়, জলের ঘুম,
আহা মাটির কোলে জলের কি আদর স্নেহ।
মমতায় কূল ভাঙ্গে
জলোচ্ছ্বাসে আঁচল ছেঁড়ে
বুক ভেঙ্গে জুদা হয় কত চর
মায়ের বুকে ভাসে অজস্র মৃত সন্তান।
কি সাহস !
পিঠের উপর দাঁড়িয়ে বুকের উপর আঘাত
আঘাতে আঘাতে অতিষ্ট বুকের অভিশাপ
মরে গেছে কত নদী
আছে কত মৃত সাগর
দেখা মেলে অগণিত জলের মৃত পিঠ।