তোমার ঐ দুটি চোখ
নীল ধ্রুবতারা,
মিটির মিটির
জোনাকির
আলোকের ধারা।
তুমি হাসলে যেন
পাখিরা উড়ে আকাশের
বুকে,
তুমি কাঁদলে যেন
বৃষ্টি পরে মেঘের
ফাঁকে।
তোমার এলোমেলো চুল
যেন
আঁধারের ঘনঘটা,
অপলক দৃষ্টি যেন
দিব্য জ্যোতির ছটা।
অভিলাশ জাগে মনে
চেয়ে থাকি আনমনে
বিধাতা গড়েছেন
তোমায়
আপন হাতে উজাড়
করে।
হাতটা তুমি বাড়িয়ে
স্পর্শের অপেক্ষায়
মন আজ হারিয়েছে
ঐ দূর অজানায়।
চল আজ দুজনে
একাকার হই
স্বপ্নের নীল আকাশে
ছুয়ে নিলাম হাত দুটি
ভালবাসতে আবেশে