শুনেছি ,
এই শহরের কোথায়ও তুমি থাক ।
পাগলের মত ছুটে বেড়িয়েছি চেনা অচেনা হাজারো গলি-উপগলি
অচেনা অনেক মুখের ভীড়ে খুঁজে ফিরেছি তোমার মুখখানি ।
অথচ,
কোথায়ও খুঁজে পাইনি তোমায় ।
বিশাল শহর অনেক মানুষ অনেক অচেনা পথ
ছোট্ট এই সার্চ ইঞ্জি্নে আর কতটুকুই বা খুঁজবে ?
অবশেষে,
আজ ফিরে চলার পালা এই শহর ছেড়ে ।
হৃদয় প্রকোষ্টে জমাট বাঁধা কষ্টপাহাড়ের বুক চিরে একটি কথাই উচ্চারিত হল,
ভাল থাক তুমি, ভাল থাকুক তোমার শহর ।