ঝরে পড়া শুকনো পল্লবেও ছিল
কারো বিদায়ী বার্তা,
ছিল মর্মস্পর্শী আর্তনাদ
ছিল কিছু স্বপ্নের এপিটাফ!


পুস্প কাননেও ছিল
শব দাহের প্রকট গন্ধ
ছিল নয়নে স্বপনে দ্বন্দ্ব,
ছিল অন্দর কপাট বন্ধ!


সূর্যালোকেও ছিল
কৃষ্ণ কালো মেঘমালা মন অন্তরীক্ষে,
ছিল বর্ষণ নীরবে,,চক্ষে
ছিল বজ্রপাত নিভৃতে,,বক্ষে!


✍️আসরাফুজ্জামান সোহেল