ঐ লোকটা কয়লা কালো
ভিখারির চেয়ে ঢের দরিদ্র,
আমি তারে গুরুত্ব দিব কেন?
সে কি আমার মর্যাদায় বড়?


এইতো সেদিন গল্লামারীর মোড়ে,
দেখলাম দুজন মারছে তারে ধরে।
মারবেই তো, পাওনা টাকা পাঁচশ মোটে
তিন মাসে ও তা যদি  না জোটে!
'আর কয়টা দিন সময় দেন'
বলেই পড়লো পায়ে, তবু তারে
লাথি দিল পা ছাড়ানোর বাহানায়।
একটু খারাপ লেগেছিল, এগুইনি লজ্জায়!


যতই থাকি একই এলাকায়,
উঠা বসা তো আর সম পর্যায়ে নয়!
খোঁজ নিব না, এইতো স্বাভাবিক
ধিক দিবে যদি কেউ দিক!


এর কিছুদিন পরে,তার রিকশায় চড়ে
আমার অন্তরার বোরখা গেল ছিঁড়ে।
দিলাম এক চড় অগ্নিমূর্তি হয়ে
"ব্যাটা গাড়ি চালাস চোখের মাথা খেয়ে?"
এরপর তো অবাক কাণ্ড,
একটা ছেলে গুণ্ডা প্রকাণ্ড
পড়লো আমার গায়, এমন আঘাত করলো
আটটা সেলাই লেগেছিল মাথায়!


শুনি পরে, ছেলেটা নাকি তার ভাতিজা হয়
চাচার গায়ে আঘাত কি মেনে নেওয়া যায়!
আমিও ছেড়ে দেবার নই,
ছেড়ে দিলে ইজ্জতটা যায় কই?
আমি এবার বসলাম সমাজ নিয়ে
সমাজ ওদের যেতে বললো এলাকা ছেড়ে দিয়ে,
গোপনে ক'টা গুণ্ডা দিয়ে
দিলাম ভাতিজার গুণ্ডামি ছাড়িয়ে!


আমায় সমাজ সমীহ করে
তারে দেখে না ফিরে,
আমার সাথে পাঙ্গা নিলে
টিকবে কেমন করে?



কবিতার "আমি" চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ সমাজের সমস্ত চরিত্রের উন্নয়নের আকাঙ্ক্ষা রেখে গেলাম!


-০৭/১২/২০২০, সন্ধ্যা ৭ টা!