আমি নিশ্চিত ছিলাম
আমার একটাই প্রাণ।
কিন্তু এখন একেকটা শিশু
মারা যাচ্ছে যখন,
তখনো যেহেতু আছি বেঁচে
আমার বিশ্বাস বদলেছে
একটা প্রাণের ভেতর আমার
অনেকগুলো প্রাণ আছে।


আমি নিশ্চিত ছিলাম
ফিরব না আর মরলে একবার।
কিন্তু যখন ধ্বসে পড়ছে ভবন
মাথার উপর বারবার,
তখনো যেহেতু আছি বেঁচে
আমার বিশ্বাস বদলেছে
শতবার মরেও আমার
ফিরে আসার শক্তি রয়েছে।


আমি নিশ্চিত ছিলাম
মুসলমান ভাই ভাই।
কিন্তু এখন তারা নীরব যখন
ফিলিস্তিনের ক্রান্তি কালে,
তখনো যেহেতু আছি বেঁচে
আমার বিশ্বাস বদলেছে
হৃদয়ে তাদের ভ্রাতৃত্ব নাই
আছে কেবল আলগোছে।