সৃষ্টির সেরা যে রাত~লাইলাতুল কদর
হাজারো মাসের শ্রেষ্ঠ~ নিস্তব্ধ হবে শহর


জান্নাতি হাওয়া বয়ে ~ফেরেশতা রহমত
রুহুল আমিন আসে ~আল্লাহর কথামত


ফেরেশতা ঝাঁকে ঝাঁকে ~ফজর উদয় তক
শান্তি কামনায় থাকে ~মানুষের কাঁহাতক


কদর বদর একত্রে~ তুলনা করে যাকিছু
কদরের ফজিলতে~ নেই সম অন্য কিছু


বদরের বর্ণনায়~ কদরকে হেয় করে
জ্ঞানপাপী পরিচয়~ দুষ্কৃতকারী অঘোরে


মহা ঐশী বাণী তাঁরে পাঠান রব কদরে
তেইশ বছর ধরে  ধাপে ধাপে ক্রমান্বয়ে
মানব জাতির পথপ্রদর্শক পেয়ারা নবি
বহন করে উম্মাহকে রক্ষার্থে।