শতাব্দীর অমানিশা অন্ধকার চোখে,
কুলীন হৃদয় মোহনার পাথারে,
হৃৎপিণ্ডের গৃহিত বর্জিত নিঃশ্বাসে,
ঘড়ির কাঁটার টিকটিক করা হৃদয় স্পন্দনে,
গোলাপের পাপড়ির রূপ অধরে,
স্নিগ্ধতায় বাহুর আলিঙ্গনে,
মোহিত রূপের ঝলকানির ঝলকে,
মায়া মাখা চাহনির পলকে,
কোকিল কণ্ঠের কুহু কুহু সুরে,
অত্যাচারিত হয়ে কঠোর শাসনে,
মনের চঞ্চলতার সহস্র গুণ উৎসাহে,
আবেগ ঘন মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়ে,
প্রতিটি কাজে মিশ্রিত হতে চেয়ে,
শরীরের প্রতিটি লোমকূপের জলে,
কল্পনা জল্পনার রাজ্যে,
সারাটি জীবন বিস্তরে,
পুরোটা সময় জুড়ে,
তোমার হওয়ার প্রত্যাশা বুকে নিয়ে,
হারিয়ে যাব পরের হয়ে।