আপনিও কি আমার মত করে,
বুক ভরা স্বপ্ন ভালোবাসা নিয়ে,
অপেক্ষার প্রহর গুনতেছেন।


একা একা নিঃসঙ্গ সময়ে,
গভীর রাতের ঝি ঝি শব্দে,
নির্জন দুপুরে কাঠপাড়া রোদে;
বৃষ্টির ঝনঝনানি টিনের গৃহে,
অসুস্থ শরীরে বিছানায় শুয়ে,
একাকী শূন্য হৃদে অনুভব করতেছেন!


রাগ অভিমান ছেড়ে একবার,
আসুন না আমার হৃদয় মন্দিরে!


অপেক্ষার প্রহর কি আদও
শেষ হবে!নাকি এই খা খা
হৃদয় নিয়ে বেঁচে থাকবো!


কত শত শতাব্দী চলে গেল,
আপনাকে দেখি না! আসুন না!