অতি কাছে আমরা তবু আলোকবর্ষ দূরে,
এদূরত্ব পুংঙ্খানুপুঙ্খে কমবার নয়।
অনিশ্চিত এক নিস্বঙ্গ জীবন,
নিস্বঙ্গতার ধু ধু মায়া জাল।


রক্ত মাংস গিলে খায় একাকিত্বের রহস্য,
অকাল ঘোরে আসে বীভৎস চেতনা।
গভীর অরণ্যের  পাতা মর্মর শব্দ যেমন হৃদয়কে আঁতকে  দেয়,
তার স্বরণীকাও হৃদয়কে উদ্বিগ্ন হয়।


ডাইরির পাতা আজ আগুন হয়ে চোখ পোড়ায়,
তবে কান্না নয়।
তীক্ষ্ণ কর্নপাতে মন গহীনের আর্তনাদ শুনা যায়,
শুনা যায় ভয়াল প্রতীক্ষার ধ্বনি।


সেই কবে পুড়েছে মন,
এখন হৃৎপিন্ড পোড়াই ভেবে সেই ক্ষণ।
দু:খের অসুখ সংক্রমিত করে,
রাত জাগায় কবিতা কিংবা গানের তাণে


এনে দেয় গত স্মৃতিচারণ,
না-বলা অ-বলা ব্যস্ততায় ক্লান্ত ভীষন।
অযাচিত ক্ষোভের মায়াজালে,
আষ্টেপৃষ্ঠে বাধে যখন-তখন।
                                             (অরণ্য🌺)