আমার একজন মানুষ ছিল,
সেজন আমার সুজন ছিল, স্বজন ছিল।
সে-ই আবার বিজন হলো।


সে আমার হিমানী ছিল।
সে আমার সেই কথা যা,
কাউকে বলা বারন ছিল।
আমার একজন মানুষ ছিল।


সকল কথার আধার ছিল,
বাক বুলির এক আখড়া ছিল।
সে আমার ভাবনা ছিল,
অঝর এক ঝর্ণা ছিল।
আমার একজন মানুষ ছিল।


ঠোঁটের কোণের হাসি ছিল,
চোখের কোণে অশ্রু ছিল।
সে গোপন এক লকাব ছিল।
আমার একজন মানুষ ছিল।


আকাশচুম্বী স্বপ্ন ছিল,
মনগহীনের বিহঙ্গ ছিল।
অতি প্রিয় সঙ্গী ছিল।
আমার একজন মানুষ ছিল।
                                   (অরণ্য🌺)