পৃথিবীর সব অট্টনাদ ছেড়ে,
আমিও যাবো অনেকখানি দূরে,
ফিরে আসবেনা এই মানবের ভিড়ে।


সেদিন হয়তো কেউ কষ্ট পাবে, হয়তো বা না।
চোখের অন্তরালে গেলে,
খুব গোপনে, সবাই যাবে ভুলে।


হয়তো সেদিন অপলোকদৃষ্টে সকলকে দেখবো আমি,
শুধু আমায়ই দেখবেনা কেউ।


ব্যস্ততার এই যান্ত্রিক ভিড়ে,
থাকবোনা শুধু আমি এই নীরে।


পারিবারিক আলাপচারিতা সেদিনও থাকবে,
হয়তো দেয়ালের কোনো এক কোণে ফ্রেমবন্দি থাকবো আমি।


বন্ধুদের আড্ডাবাজীও থাকবে,
হয়তো কিছুদিন তাদের মুখে থাকবো,
হয়তো বা, হয়তো না।


একদিন সকলেই ভুলে যাবে।
তাইতো মনে প্রশ্ন জাগে_
আমি কার, আর কেই বা আমার।
                                     অরণ্য🌸