তোমায় ভেবে রাত জাগিনা,
বরং সঙ্গতা দিতে রাতই জাগে বন্ধু বেশে।
সে ঘুম উপহার দিতে পারে না,
যা দেয় তা হলো স্মৃতিচারণ।।
ক্ষতবিক্ষত ভাবনার মশাল।


তোমার অভাবে জীবনে আসা
দুর্ভিক্ষের সাক্ষী এ রজনী।
এ হৃদয়ের রক্তক্ষরণ প্রত্যক্ষ করেছে সে নিশুতি,
আর্তনাদে খুঁজে পেয়েছে তক্ষকের করুন সুর।
অশ্রুতে পেয়েছে হেমলকের ঘ্রাণ।


সে যামিনী দেখেছে মানুষ কতটা অসহায়,
নির্জীব এই স্মৃতির বেড়াজালে।
এ হৃদয় শূন্য হবার প্রস্তুতিতেই,
ভরে উঠেছিলো গভীর ভালোবাসায়।
এখন সে শূন্যতা শাসক হয়ে শাসন করে বিদীর্ণ হৃদয়।


এ রাতি মনে করিয়ে দেয় আমাদের কথা ছিল আজন্ম থাকবার।
স্মৃতির পাতার কোথাও এ জবানবন্দি ছিলনা যে,
একদিন ছেড়ে চলে যাবো - তুমি ভালো থেকো।
সে অন্ধিকা তোমার ভাবনায় আজো মত্ত করে,
সময়ের কোণে সে ছিল কালস্রোতে, আজ নেই।
                                                 (অরণ্য🌺)