তুমি আমায় ঠিক যেভাবে দেখছ?
আমি কিন্তু ঠিক তেমন নই।
আমার ফেইসবুক ইন্সটায় থাকা ,
সে ব্যক্তিটা কিন্তু পুরোপুরি আমি নই।
কারণ আমার তোলা শত ছবির মাঝের,
সেরা ছবিটি যায় সেখানে, যে প্রকৃত আমি নই।


তোমার আড়ালে অন্তরালে,
একান্তে আমি এক অগোছালো মানুষ।
আমি এক ছন্নছাড়া, ডানপিটে, বাউন্ডুলে,
যাই বলো না কেন।
চোখের নিচে কালচে আভা,
তামাটে হয়ে যাওয়া স্ক্লেরা।


চেহারায় রুক্ষ সুক্ষ্ম মলিনতার খেলা,
গোলাপি ঠোঁট ফেটে চৌচির।
তুমি যে হাসি মাখা মুখ দেখছ,
এর বিপরীতে বিষাদ প্রলেপ ঠোঁটের কোণ ছুয়ে দেয়।
একটি মানুষ হাসছে, অনর্গল বুলি বকছে,
অথচ নাটকের হাসি কেউ বুঝবেনা।


যতটা শক্ত রাগী বদমেজাজী দেখছ আমায়,
সে কিন্তু আসল আমি নই।
আমার মাঝেও লুকায়িত রয়েছে,
শৈশবের এক শিশু দূত।
ভেতর থেকে হৃদয়ের এক বিদ্ধস্ত মানুষ আমি,
যে বহন করে শত স্মৃতির অজস্র খড়কুটো।
                                                (অরণ্য🌺)