নিজেকে আজ ও চিনতে পারলাম না!
নিজের ভুল গুলো আজ ও শুধরাতে পারলাম না,


বড়ই অদ্ভুত মানুষ আমি,
আমার চিন্তা চেতনায় জমে আছে নষ্টের কিট,


আমি খয়ে খয়ে যাচ্ছি দিন দিন
আমার স্বপ্নে সবুজ পাতায় আজ লালছে ভাব.
চোখের কোনে অনাকাঙ্ক্ষিত বেদনার ঝড়,


আমি তো এমনটা কখনো চাইনি ?
চাইনি কখনো কষ্টের রঙ্গে রাঙ্গাতে আমার ভূবন .
জীবন মরুতে দাড়িয়ে আজ কেন ফেলি দীর্ঘশ্বাস ?


কার ভুলে ছন্ন ছাড়া জীবন আমার?
আমি আজ নষ্ট হয়ে গেছি!
নষ্টের আবরনে ঢেকে গেছে পোরো শরীর ।


মাঝে মাঝে মন চায় ফিরে আসি কিশোর বয়সে
কিন্তু চাইলে ই কি পারা যায়?
চাইলেই কি স্বপ্নের বাস্তবতা খুঁজে পাওয়া যায়?