আমি শুনেছি কাল বৈশাখী ঝড়ের আওয়াজ,
শুনছি সমুদ্রের গর্জন।
আমি নিজ চোখে দেখেছি পদ্মা নদীর ভাঙ্গন !


আর ও শুনছি বিজলি র চমকের সাথে বজ্রপাতের বিকট শব্দ ।
কিন্তু কোন ও দিন দেখিনি হৃদয়ের ভাঙ্গন,


কি ভাবে ভেঙ্গে যায় চোট্টা মনের আশা ভালবাসা ।
আমি বাগানে ফুল ফুটতে দেখেছি ঝরা টা চোখে পড়েনি কখনো,


আমি চাইতাম ফুলের মতো সুগন্ধী ছড়িয়ে সুরভিত করবে আমায় ,
কিন্তু আজ আমার চোখের সামনে ঝরে গেলে তুমি আমার হ্নদয় বাগিছা থেকে।


আমি রাতের আকাশে জ্যোৎছনা দেখেছি ,
জোনাকির ঝলমল আলো ও দেখেছি!


কিন্তু জ্যোৎছনা রাতে কাউকে কাঁদতে দেখিনি,
আমি কেঁদেছি নিরবে গোপনে তুমি চলে গেছ বলে ।।