আমার দেশের প্রতি ইঞ্চি মাটি ত্রিশ লক্ষ শহিদের দান.
এই দেশকে বাঁচাতে যদি দিতে হয়,
দিয়ে দেবো প্রাণ ।


আমার বুকে তাজা রক্ত এখনও আছে জমা,
জুলুম নিপীড়ন করে যারা করবোনা তাদের ক্ষমা।


জিয়া মুজিব করে গেছে বাংলা মোদের দান,
স্বাধীন দেশের স্বাধীনতার রাখবোই সম্মান ।


আমার দেশে ঝিলের জলে শাপলা এখনো ফুটে.
আমার দেশে লাল সূর্য এখন ওঠে ।


হে যুবক হও আগুয়ান আবার হবে সংগ্রাম,
শহিদের কামনায় রাখবোই এ দেশের সম্মান ।