হয়তো একটি  বই আমাকে বদলে দিবে জীবন,
লাগবে না আর পথ নিশানা ভণ্ডামি আর কৃপণ ।
স্বার্থ বাদি হিংসা নিয়ে আজব মানুষ আজি,
পথের নামে বে পথ দেখায় মানুষ খুবই পাঁজি ।
মিঠা কথায় ভিটা হুদা ভেলকি বাজির ভাব,
নিজকে টানার বুদ্ধি বড় অভিনয়ের বাপ।
সহজ সরল হইলে পরে  শয়তানেরই নজর
সুযোগ পাইলে পাছায় লাথি ভেঙে দিবে পাজর।
দরকার যখন মিষ্ট ভাষা তোমার কাছে নাই,
খুঁজতে গেলে পাইবানা আর পাঁজি মানুষ ভাই।
বইয়ের মত জীবন সাথী চলার পথের সাথী,
এমন কিছু নাইত আরই প্রদীপ জ্বলা বাতি।
জীবন পথের শেষের  থেকে শুরু করার পথ;
কেউ দেখাবেনা তোমার দিশা বইযে পারে তত।

উৎসর্গ বই মেলার লেখকদের

-লেখা কপি করে আপনার পোস্টে  করলে! অবশ্য
লেখিত ব্যক্তির নাম ব্যবহার করবেন।
নইত কপিরাইট হবে।